নির্বাচনী প্রচারণার অভিনব কিছু বিনোদনের কৌশল

শেয়ার করুন         আসন্ন ইউপি নির্বাচনে প্রতীক বরাদ্দ হওয়ার পরপরই প্রার্থীরা শুরু করে দিয়েছেন নির্বাচনী প্রচারণা। পুরো সিলেট সহ দেশজুড়ে বইছে নির্বাচনী হাওয়া। শোনা যাচ্ছে, নির্বাচনী প্রচারণায় মাইকিংয়ের শব্দে বিরক্ত হয়ে অনেকেই ঘরে মশা পালন করতে শুরু করেছেন। তবে মাইকিং করে আর কত? যুগের সঙ্গে তাল মিলিয়ে নির্বাচনী প্রচারণায়ও প্রয়োজন আধুনিকায়ন। নির্বাচনী প্রচারণার অভিনব কিছু কৌশল সম্পর্কে জানাচ্ছেন – মাহবুবুল আলম চৌধুরী।      *প্রতিটি পাড়া-মহল্লায় এমন একজন ‘পাশের বাসার আন্টি’ কিংবা ‘ভাবি’ থাকেন যার নখদর্পণে থাকে পাড়ার যে কোনো খবরাখবর। কোন ভাবির বাচ্চা সকালে ঠিকমতো নাস্তা করেনি থেকে শুরু করে কোন … Continue reading নির্বাচনী প্রচারণার অভিনব কিছু বিনোদনের কৌশল